
ক্রেমলিনের একজন দূত প্রস্তাব করেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত বেরিং প্রণালীর নিচে একটি 'পুতিন-ট্রাম্প' রেল টানেল নির্মাণ করা, যাতে দুই দেশকে সংযুক্ত করা যায়। তার মতে, এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যৌথ অনুসন্ধান শুরু করা যাবে এবং এটি একটি ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।
শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ এমন প্রস্তাব করেছেন।
প্রস্তাবে মস্কো এবং আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়নে ৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ প্রকল্পের কথা বলা হয়েছে। এর ফলে ৮ বছরেরও কম সময়ের মধ্যে ৭০ মাইল রেল ও কার্গো সংযোগ স্থাপন করা সম্ভব হবে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার জন্য বুদাপেস্টে দেখা করতে সম্মত হন। এর পরই দিমিত্রিভ টানেলের ধারণাটি তুলে ধরলেন।
বেরিং প্রণালী সরুতম স্থানে ৮২ কিলোমিটার প্রশস্ত। এটি রাশিয়ার চুকোটকা অঞ্চলকে আলাস্কা থেকে পৃথক করেছে। দুটি প্রান্তকে সংযুক্ত করার ধারণা কমপক্ষে ১৫০ বছর ধরে চলে আসছে। বিভিন্ন প্রকল্প তৈরি করা হয়েছে, কিন্তু কখনো বাস্তবায়িত হয়নি।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলার সময় দিমিত্রিভ পরামর্শ দিয়েছেন, টানেলটি ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন টানেল নির্মাণ সংস্থা দ্য বোরিং কোম্পানির মাধ্যমে নির্মিত হতে পারে।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মাস্ক বা ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর