
কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। এতে শিক্ষকদের বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা সচিব।
রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ সব দাবি ধীরে ধীরে সুরাহা হয়ে যাবে।”
এদিকে, এমপিওভুক্ত শিক্ষকরা সম্প্রতি বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছেন। শিক্ষা সচিব জানিয়েছেন, এ বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং শিগগিরই এর ইতিবাচক ফল মিলবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর