
ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ভুক্তভোগী ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
স্থানীয়রা বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথরোধ করে মাদকাসক্ত সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু রোজারিও। পরে তারা মেয়েটিকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ধর্ষণের কথা কাউকে জানাননি। পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং সাভার মডেল থানায় মামলা করেন।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যসহ পলাতক রয়েছে ধর্ষকরা। অন্যদিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই শিক্ষার্থী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মাদকাসক্ত তিন খ্রিষ্টান যুবক কর্তৃক ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর