
চলতি মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা। ধর্মীয় ভিত্তিতে ‘ঐচ্ছিক’ একটি ছুটির সঙ্গে এক দিনের সাধারণ ছুটি নিলেই এই বিরল ছুটির সুযোগ মিলবে।
সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ, নির্বাহী আদেশে ও ধর্মীয় ভিত্তিতে ঐচ্ছিক ছুটি—এই তিন ধরনের ছুটির সুযোগ থাকে। তবে ঐচ্ছিক ছুটি ভোগ করতে হলে নির্ধারিত নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে আগামী সোমবার (২০ অক্টোবর) ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। এর আগে শুক্রবার ও শনিবার (১৭-১৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি রয়েছে।
অর্থাৎ, কেউ যদি রোববার (১৯ অক্টোবর) কর্মদিবসে ছুটি নেন এবং সোমবার শ্যামা পূজার ঐচ্ছিক ছুটি ভোগ করেন, তবে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর