
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের 'শাপলা' প্রতীকের বাইরে নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে প্রতীক বাছাই করতে বললে তারা অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।
রোববার (১৯ অক্টোবর) ইসির তালিকা থেকে প্রতীক বাছাইয়ের শেষ দিনে ইসির সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে এনসিপি নেতারা। বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, তারা কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না। শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়ে ইসির চিঠির জবাব দিয়েছে দলটি।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া।"
বর্তমান ইসিতে প্রতীক বরাদ্দে কোনো নীতিমালা নেই মন্তব্য করে এই নেতা বলেন, "ইসি প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে ইসির মনোভাব দেখে মনে হচ্ছে। বিদ্যমান দলগুলোকে যে মার্কা দেওয়া হয়েছে কোনো নীতিমালা নেই। মধ্যযুগীয় বর্বর শাসন ব্যবস্থা যেমন দেখতাম রাজা যেমন ইচ্ছা করছে...। রাজা-বাদশাদের আচরণের সঙ্গে তাদের সাদৃশ্য রয়েছে।... নির্বাচন আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। নির্বাচন কমিশন (ইসি) স্পাইনলেস (মেরুদণ্ডহীন)।"
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানান, দলের পক্ষ থেকে চিঠির জবাব দিয়ে চারটি বিষয় তুলে ধরা হয়েছে। এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
তার মতে, দেড় কোটি মৃত ও প্রবাসী ভোটার তালিকায় রয়েছে, এটা সংশোধন করতে বলা হয়েছে। দলীয় কর্মকর্তা ও দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে, ...যেখানে চার জন ইসি দলের দল ও আর্মির, আর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। চারটি বিষয় সমাধান করতে হবে। সমাধান করতে না পারলে ইসির পদত্যাগ করতে হবে। ...শাপলা পাবো আশাবাদী।"
যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, "আমাদের জন্য ৫০টি প্রতীক রয়েছে। বেগুন, খাটসহ প্রতীক রয়েছে। আমরা স্পষ্ট প্রশ্ন করেছি, কোন নীতিমালার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।"
এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা বলেন, "ইসি আইনগতভাবে যে কোনো প্রতীক বরাদ্দ দিতে পারে না। এটা আমরা ইসিকে জানিয়েছি।"
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরমধ্যে এনসিপির প্রতীকসহ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। আর বাংলাদেশ জাতীয় লীগের কেন্দ্রীয় কার্যক্রম ও কার্যালয়ের অস্তিত্ব যাচাইয়ে ফের তদন্ত করা হচ্ছে।
নির্ধারিত তালিকা থেকে প্রতীক পছন্দ করতে গত সপ্তাহে এনসিপিকে চিঠি পাঠানোর পর ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার বলেছিলেন, এনসিপি আগামী রোববারের মধ্যে নির্বাচন পরিচালনা বিধির তফসিলে থাকা তালিকা থেকে প্রতীক বাছাই করে জানাতে ব্যর্থ হলে ইসি 'নিজস্ব পদ্ধতিতে' এনসিপিকে মার্কা বরাদ্দ দেবে।
এর আগে ৩০ সেপ্টেম্বর এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীক থেকে ৭ অক্টোবরের মধ্যে মার্কা বেছে নিতে চিঠি দেয় ইসি। নির্ধারিত সময়ে এনসিপি পছন্দের প্রতীক বাছাই না করে বিধি সংশোধন করে ফের শাপলা বরাদ্দের দাবি জানায়। কিন্তু ইসি কাউকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করলে ইসি ইতোমধ্যে জানায়, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর