
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৬ বছরের এক বৃদ্ধা নারী। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরই পালিয়ে গেছে অভিযুক্ত আইয়ুব আলী (৪৫)।
রবিবার (১৯ অক্টোবর) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একটি কৃষিজমিতে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আইয়ুব ওই ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক আইয়ুব দুই সন্তানের বাবা।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ফাঁকা মাঠে ঘাস কাটছিল আইয়ুব আলী। ওই বৃদ্ধা ছাগল আনতে মাঠে যান। এ সময় আইয়ুব জোর করে তাকে কৃষিজমিতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার চিকিৎসক কানিজ ফাতেমা মনি বলেন, ‘ওই বৃদ্ধাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। রক্তক্ষরণ দেখা গেছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ভুক্তভোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি আমরা। ঘটনার পর অভিযুক্ত আইয়ুব পালিয়ে গেছে। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন খন্দকার বলেন, ‘ওই বৃদ্ধা হাসপাতাল ভর্তি আছেন। তার স্বজনরা চিকিৎসার ব্যস্ততায় এখনও থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলা হবে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর