
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। সম্প্রতি দেশজুড়ে অগ্নিকাণ্ড ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে রোববার (১৯ অক্টোবর) প্রকাশিত নোটিশে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নোটিশটি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, প্রতিষ্ঠান ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অফিস বা কক্ষ ত্যাগের আগে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা এবং নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। মাউশি কর্তৃপক্ষের মতে, এসব মৌলিক সতর্কতা অগ্নিদুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে—
স্ব-স্ব কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করা।
এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ কেটে রাখা।
নোটিশে অনুরোধ করা হয়েছে যে, অধিদপ্তরের আওতাধীন প্রতিটি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলে এই নির্দেশনা মেনে চলবেন এবং প্রয়োজনে অভ্যন্তরীণ নিয়ম-কানুনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর