
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তি পূর্ণ করতে ভোটের মাঠে সকল বাহিনী মিলে প্রায় সাড়ে সাত লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবে।
সোমবার (২০ অক্টোবর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী , নৌবাহিনী , বিমান বাহিনী , সশস্ত্র বাহিনী বিভাগ, , বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজি এফ আই/এন এস আই/এনটিএমসি/র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডির প্রতিনিধি/ মহাপরিচালক উপস্থিত রয়েছেন ।
তিনি বলেন,,স্বরাষ্ট্র সচিব বলেছেন-দেড় লাখ পুলিশ থাকবে এবং আনাসর থেকে সবচেয়ে বেশি জনবল আসবে। বডি ক্যামেরা ও ড্রোন থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন সবার লক্ষ্য।
বাজেট কত টাকা হবে কেউ বলে নাই। পরবর্তীতে আলোচনা করা হবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে কারো মধ্যে উদ্বেগ দেখিনি উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের মধ্যে কোনো উদ্বেগ দেখিনি। নির্বাচন করার মতো পরিবেশ আছে। সেনাবাহিনী ৯০ হাজার থেকে ১ লাখ আনসার ৫ লাখ থেকে ৬ লাখ। ভোটের পরিবেশ নিয়ে কেউ আশঙ্কা প্রকাশ করেনি। আর কোনো কারণ নাই।
কুশল/সাএ
সর্বশেষ খবর