
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরের রানওয়ে থেকে সোমবার ভোরে একটি এয়ারবাস এ৩২০ বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, আজারবাইজানের রাজধানী বাকু অভিমুখী ফ্লাইটটিতে থাকা ১৬২ জন যাত্রী ও ক্রু অক্ষত রয়েছে।
রাশিয়ার অন্যতম ব্যস্ততম পুলকোভো বিমানবন্দর এই ঘটনার কারণে কিছুক্ষণের জন্য ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখে। তবে কোন বিমান সংস্থা ফ্লাইটটি পরিচালনা করছিল তা নির্দিষ্ট করে জানায়নি রিয়া।
সাম্প্রতিক বছরগুলোয় ফরাসি এয়ারবাস এবং মার্কিন প্রতিযোগী বোয়িংয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে।
গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এয়ারবাস এ৩২০ সম্প্রতি সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক বিমান হয়ে উঠেছে।
পুরনো বিমান দুর্ঘটনার কারণে সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়া সোভিয়েত বিমান থেকে এ৩২০ এবং ৭৩৭ এর মতো আধুনিক জেটগুলোয় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর