
টাঙ্গাইলর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়াকে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে জেলা পুলিশ সুপার (এসপি) শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া'কে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
থানা সূত্রে জানা যায়,গত সেপ্টেম্বর মাসের পেশাগত দায়িত্ব পালন, থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধার, শারদীয় দুর্গাপূজার মতো বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা ও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন পর্যালোচনা করে স্বীকৃতি হিসেবে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া উপস্থিত হয়ে মান্যবর পুলিশ সুপার এর (এসপি) কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করে। জেলা পুলিশের সিনিয়র এএসপি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এসময় উপস্থিত ছিলেন।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্বের কারণেই আজকের এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেষ্টা করব। সকলেই সচেতন থাকুন, পুলিশকে সহযোগিতা করুন।
কুশল/সাএ
সর্বশেষ খবর