
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বহুতল ভবন ও শহীদ মিনার নির্মাণ কাজ চলাকালে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খেলাধুলার জেরে কমিটি লোকজের ওপর কিশোর গ্যাংয়ের হামলার চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক মো. মাহফুজুল ইসলাম (২৫) রাজাপুর স্কুলপাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহতের ভাই নিরব হোসেন বাপ্পি বাদী হয়ে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠে নির্মাণ কাজ চলমান থাকায় উপজেলা প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে খেলাধুলা নিষিদ্ধ করা হয়। সোমবার বিকেলে ১০–১২ জন অপরিচিত যুবক মাঠে খেলতে আসলে স্কুল কমিটির সদস্যরা বাঁধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা স্থানীয় সামিউল (২০)-কে ফোনে খবর দেয়।
পরে সামিউল, তার পিতা হাজারুল (৪০), খাজা মিয়া (৪০)সহ আরও ২–৩ জন ঘটনাস্থলে এসে কমিটির সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং হামলার চেষ্টা চালায়। এ সময় প্রতিবাদ করলে সামিউল ধারালো চাকু দিয়ে মাহফুজুল ইসলামের কপালের বাম পাশে ও চোখের নিচে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে লাঠি ও ইট দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহতের ভাই বাপ্পি উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুল কমিটির সদস্য মো. আবদুল জলিল সর্দার বলেন, “বিদ্যালয়ের নির্মাণকাজ চলমান থাকায় মাঠে খেলাধুলা না করার নির্দেশনা ছিল। কিন্তু কিছু যুবক সেই নিষেধাজ্ঞা অমান্য করলে আমরা বাধা দিই। তখনই তারা উত্তেজিত হয়ে আমাদের ওপর চড়াও হয়। মাহফুজুল প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে আহত করা হয়।তারা এলাকার কিশোর গ্যাং হিসেবে পরিচিত।'
গুরুতর আহত মাহফুজুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক তার মাথা ও চোখের নিচে মোট ১৫টি সেলাই দেন।
অভিযোগকারী নিরব হোসেন বাপ্পি বলেন, “আমার ভাইয়ের ওপর হামলাকারীরা এলাকার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী। আমার ভাইয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক বলেন,“ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর