
বিশ্ববাজারে সোনার দামে বড় ধস নেমেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) একদিনেই সোনার দাম কমেছে প্রায় ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় পতন। ডলারের শক্তিশালী হওয়া এবং বিনিয়োগকারীদের মুনাফা বিক্রিই এ পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।
রয়টার্স ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্সে ৪ হাজার ১১৫ দশমিক ৮৩ ডলার, যেখানে আগের দিন তা ছিল রেকর্ড ৪ হাজার ৩৮১ ডলার।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বেড়ে চলা সোনার দামে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। পাশাপাশি মার্কিন ডলার সূচক শক্তিশালী হয়ে ওঠায় ডলারে মূল্য নির্ধারিত সোনা অন্যান্য মুদ্রাধারীদের কাছে আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সোনার দাম অতিমাত্রায় বেড়ে যাওয়ায় বাজারে ‘অতিরিক্ত উত্তেজনা’ তৈরি হয়েছিল। ফলে এই ধসকে অনেকে স্বাভাবিক ‘সংশোধন ধাপ’ হিসেবে দেখছেন।
এছাড়া, সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার ওপর নির্ভরতা কিছুটা হ্রাস করেছেন।
তবে বাজার বিশেষজ্ঞদের মতে, একদিনের এই পতন সত্ত্বেও বছরজুড়ে সোনার দাম এখনও ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তাই এটিকে প্রবল বেয়ারিশ প্রবণতা না ভেবে স্বল্পমেয়াদি মুনাফা বিক্রির প্রভাব হিসেবেই দেখা উচিত।
আগামী দিনে সোনার দামের দিকনির্দেশনা নির্ভর করবে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, ডলারের মান ও বৈশ্বিক বাজারের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ওপর।
সূত্র: রয়টার্স, ফিন্যান্সিয়াল টাইমস।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর