
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একসময় প্রশংসার জোয়ারে ভেসেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রেক্ষাপট। সমালোচনা যেন এখন তাঁর নিত্যসঙ্গী। তবে এসব নিয়ে আর ভাবেন না তিনি। দীঘির এখন একমাত্র মনোযোগ নিজের কাজ এবং ভালো কিছু উপহার দেওয়ার দিকে।
গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তাঁর অভিনীত সিনেমা ‘জংলি’ দিয়েই আবারও আলোচনায় আসেন এই তরুণ নায়িকা। সিয়াম আহমেদের বিপরীতে অভিনীত ছবিতে দীঘির চরিত্র ‘নূপুর’ দর্শকের আবেগ ছুঁয়ে যায়। নায়িকা বলেন, “হলে গিয়ে দেখেছি দর্শক কেঁদেছেন, কেউ আমাকে জড়িয়ে ধরেছেন। এই ভালোবাসাই আসল প্রাপ্তি।”
নায়িকা হওয়ার পর বিভিন্ন সমালোচনায় পড়লেও এখন তা থেকে তিনি হয়েছেন আরও পরিণত ও আত্মবিশ্বাসী। দীঘির ভাষ্যে, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কাজ করলে সমালোচনা আসবেই। আগে এসব কষ্ট দিত, এখন বুঝেছি—অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করেন। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।”
দীঘির সাম্প্রতিক কাজ ও উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে—সমালোচনার বাইরে উঠে নিজস্ব গুণে জায়গা করে নিতে তিনি আরও প্রস্তুত।
সাজু/নিএ
সর্বশেষ খবর