
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভেজাল মিশ্রিত লাল চিনি তৈরীর অভিযোগে ভেজালকৃত লাল চিনি জব্দ করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে পৌর এলাকার লাহেড়ী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম। এ অভিযানে তিনি প্রায় ২ হাজার কেজি ভেজাল লাল চিনি, চিটাগুড়, সোডা ও চিনি বানানোর সরঞ্জাম জব্দ করেন।
এসময় ভেজাল চিনির মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আব্দুস সালাম পলাশতলী বয়ারমারা গ্রামের মৃত রুস্তম আলী মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ভেজাল লাল চিনি তৈরি করে আসছেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, লাল চিনি জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী চিনির সাথে চিটাগুড় মিশিয়ে জিআই পণ্যের সুনাম নষ্ট করছে। এ অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর