
উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে ২ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে 'তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প'এর অংশ হিসেবে জাতীয় মহিলা সংস্থা এ মেলার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোহছেন উদ্দিন এর সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 'তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প'এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাষ চন্দ্র রায়।
প্রশিক্ষণ কর্মকর্তা মামুন হোসেনএর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, তথ্য সেবা কর্মকর্তা সাবেকুন্নাহার, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট আব্দুল আওয়াল প্রমূখ। মেলায় অর্ধশতাধিক ষ্টলে সাধারণ মানুষ উৎসাহের সাথে পরিদর্শন করছে ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর