
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ১২ বছর আগে কক্সবাজারে একটি ছবির অতিথি চরিত্রে শুটিং করেছিলেন। ছবির নাম ‘সবকিছু পেছনে ফেলে’। টানা ১০ দিন শুটিং করার কথা থাকলেও মাঝপথে সাকিব আল হাসান বেঁকে বসেন এবং তিনি শুটিং চালানোর জন্য রাজি হননি। এরপর ছবির কাজও সেখানে থেমে যায়। এই তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা রাজিবুল হোসেন।
সামাজিক মাধ্যমে কিছু অংশের বক্তব্য ছিল, আসলে সাকিব চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। তবে ছবিতে অভিনয় করা অভিনেত্রী মেঘলা মুক্তা বলেছেন, “আমি জানি আমরা চলচ্চিত্রে কাজ করছি। সাকিব আল হাসান আমাদের সঙ্গে শুটিং করেছিলেন। আমরা কক্সবাজারে একটি গানের শুটিংও করেছি। পরে কেন ছবির কাজ বন্ধ হয়ে গেল, তা আমরা জানি না।”
নির্মাতা রাজিবুল হোসেন বলেন, “অনেক স্বপ্ন নিয়ে সিনেমার শুটিং শুরু হয়েছিল। সাকিব আল হাসান ক্যামেরার সামনে অভিনয় করেছেন, ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মাধ্যমে দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্ট অনিশ্চয়তায় পড়ে। শুধু সাকিবের মিথ্যাচার আমাকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি এটি শিল্পভিত্তিক কাজের প্রতি অসম্মান।”
তিনি আরও যোগ করেন, “আমি চাইলে তাঁকে ছাড়া সিনেমা শেষ করতে পারতাম, কিন্তু বিশ্বাস করি, অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।”
সূত্র: কা লের কণ্ঠ, মেঘলা মুক্তা।
সাজু/নিএ
সর্বশেষ খবর