
উচ্চস্বরে গান বাজিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে একটি ফাস্টফুডের দোকানে কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। এনিয়ে আলোচিত ঘটনায় গ্রেফতার করা হলো ৪ জনকে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ২১ বছর বয়সী যুবকের বাড়ি কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামে।
সংবাদ সম্মেলনে র্যাব -১২ এর উপ-অধিনায়ক আহসান হাবিব বলেন, কিশোরী ধর্ষণ মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর কুমিল্লা জেলার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী কামারখন্দ উপজেলার একটি মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত রোববার (১৯ অক্টোবর) দুপুরে মাদরাসা থেকে কলম কেনার জন্য বাইরে বের হলে ওই কিশোরীকে ৫ থেকে ৬ জন যুবক জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে জামতৈল বাজার এলাকায় ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।
অভিযোগ করা হয়, কিশোরীর চিৎকার যেন বাইরে না যায় সেজন্য বাকি আসামিরা সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজায়। একপর্যায়ে কিশোরীটি অসুস্থ হলে অভিযুক্তরা ওই কিশোরীকে হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।
বিকালে মাদরাসা ছুটি হলেও বাড়িতে ফিরে না এলে তার পরিবার মাদরাসাসহ আত্মীয়-স্বজনের বাড়ি ও আশেপাশে খোঁজাখুজি করতে থাকেন। পরে অজ্ঞাত এক ব্যক্তি পরিবারকে ফোন দিয়ে জানান, মেয়েটি সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে পরিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে পৌঁছে আশঙ্কাজনক দেখতে পেয়ে তাকে অজ্ঞান অবস্থায় এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে সোমবার সন্ধ্যায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি করেন সাত জনকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর