
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরে ৫৮ লাখ ৫০ হাজার টাকার গবেষণা অনুদান পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩৬ জন শিক্ষক।
১৯ ই অক্টোবর ২০২৫ তারিখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৬২টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তন্মধ্যে ১৮ টি গবেষণা প্রকল্পের আওতায় যবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ১৮ জন শিক্ষক ও তাঁদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ১৮ জন শিক্ষক স্থান পেয়েছেন।
যবিপ্রবি থেকে নির্বাচিত গবেষকরা হলেন, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.শেখ মিজানুর রহমান, ও ড. মোঃ নাজমুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান, ড. মোঃ আব্দুর রউফ সরকার, ড. মোঃ মশিয়ার রহমান ও ড. এস এম খালেদুর রহমান ও প্রভাষক উমামা খান, মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ড. মোঃ মীর মোশারফ হোসাইন ও ড. মোঃ আনিসুর রহমান ও সহকারী অধ্যাপক ড. শারমিন সুরাইয়া, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার ও ড. অভিনো কিবরিয়া ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ সামিনুর রহমান ও প্রভাষক তনয় চক্রবর্তী , পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার, সহযোগী অধ্যাপক ড. মোঃ শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা ও রাজিব কান্তি রয়, খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও প্রভাষক আশরাফুল আলম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.হাসান মোহাম্মদ আল ইমরান ও সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হক মিলু, পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান ও ড. মোঃ মিনহাজ উদ্দিন মনির ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফারুক হোসাইন খান,জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান ও সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ নাবিদ আনজুম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাব্বির হোসাইন ও তুষার কুমার দাস, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফিরোজ কবির ও প্রভাষক কাজী মোঃ আমরান হোসাইন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন ও সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হাসান জিলানী ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে গবেষণা প্রকল্পে অনুদান প্রদান করা হয়। ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ এই গবেষণা অনুদান কার্যক্রম শুরু করা হয়।
পিয়ার রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর