
বরগুনার আমতলী পৌরসভায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
আমতলী উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন (পটুয়াখালী-কুয়াকাটা) মহা সড়কে তিন ঘন্টা ব্যপি চেক পোস্ট পরিচালনা করা হয়।
এ সময় লেফটেন্যান্ট হোসেন মোহাম্মদ বিল্লাল এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট ১টি সেকশন ও আমতলী থানা পুলিশের ৫ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা হয়।
চেকপোস্ট চলাকালীন সময়ে বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। তল্লাশী, মামলা, আটক ও জরিমানাকৃত যানবাহনসমূহের মধ্যে ৯০ টি মোটর সাইকেল, ২৩ টি বাস, ১০ টি প্রাইভেট কার, ১২ টি ট্রাক, ১০ টি মাইক্রো, ১৫ টি সিএনজি, ৯টি মাহিন্দ্রাসহ ১১ টি মামলার বিপরীতে জরিমানাঃ ৪২ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ২ টি মোটর সাইকেল, ১ টি সিএনজি ও ১টি মাহিন্দ্রা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট হোসেন মোহাম্মদ বিল্লাল জানান সড়কে চালকদের সচেতনতা, অপরাধ দমনে আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর