
শ্রমের সঙ্গে জড়িত শিশুদের নিরীক্ষা শেষে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের শিশুশ্রম নিরসন বিষয়ক অন্তর্বর্তীকালীন সভা’য়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, দারিদ্র্য, অর্থনৈতিক সংকট, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্কুল থেকে ঝরে পড়ার মতো কারণেই অধিকাংশ শিশু শ্রমে জড়িয়ে পড়ে। শিশুশ্রমের মূল কারণগুলো শনাক্ত করে পরিকল্পিতভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাই এখন সময়ের দাবি। প্রতিনিধিরা বলেন, শিশুদের প্রকৃত চাহিদা নিরূপণে কেস স্টাডির মাধ্যমে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। সেই তথ্যের ভিত্তিতে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
সভায় আরও উল্লেখ করা হয়, ধনাঢ্য ও সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ত করে শিশুদের আর্থিক সহায়তা প্রদান এবং শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুললে এই সমস্যা দ্রুত হ্রাস করা সম্ভব। পাশাপাশি এলাকা নির্ধারণ, জরিপ পরিচালনা, স্থানীয় কমিটি গঠন ও সরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ শিশুশ্রম নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতি মোঃ মোখতার আহমেদ বলেন, “আমরা যারা দায়িত্বে আছি, শিশুশ্রম নিরসনে আমাদের কার্যক্রম কতটা অগ্রসর হচ্ছে, তা নিয়মিত মূল্যায়ন করতে হবে। মাঠপর্যায়ে নিরীক্ষা করে সম্মিলিতভাবে কাজ করলে শতভাগ পুনর্বাসন সম্ভব হবে।”
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক, বিভাগীয় দপ্তরসমূহের কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জামালপুরের উন্নয়ন সংঘ, ইউনিসেফ এবং বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর