সুনামগঞ্জের বালু-পাথর মহাল গুলোর ইজারা প্রথা বাতিলসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে বালু-পাথর মহাল গুলোর ইজারা প্রথা বাতিল, ড্রেজার বোমা মেশিনের আগ্রাসন বন্ধ করে সনাতন পদ্ধতিতে বারকি শ্রমিকদের কর্মের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বারকি শ্রমিক সংঘ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন,জেলার ধোপাজান চলতি নদীতে বিআইডব্লিউটিএ আইনের ব্যত্যয় ঘটিয়ে ভিটবালি উত্তোলনের অন্যায় ও বেআইনি কার্যাদেশ বাতিল,রাতের বেলা খনিজ বালি লুটপাট বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।
এছাড়াও যাদুকাটা ও ধোপাজান চলতি নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভয়াবহ ক্ষতির পাশাপাশি বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন বারকি শ্রমিকরা।
সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল,বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া,বারকি শ্রমিক নাসির উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর