ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ জীবন মিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের আজানের পর মিষ্টির দোকানের সামনে অটোরিক্সা রাখা নিয়ে দোকান কর্মচারীর সঙ্গে অটোচালকের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অটোচালক দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করেন। এ সময় আশেপাশের লোকজন আহত দোকান কর্মচারীকে দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অটোচালককে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন।
এ বিষয়ে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জিলানী বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবককে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোঃ ছমি উদ্দিন বলেন, মিষ্টি দোকানের কর্মচারী ও অটোরিক্সা চালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অটোরিক্সা চালক তাঁর কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করলে মিষ্টি দোকানের কর্মচারীর মৃত্যু হয়। ঘাতক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর