জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জন উঠলেও তা সঠিক নয় বলে জানিয়েছে দলটি। বরং তিনি এখনো এনসিপির সঙ্গেই আছেন বলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও সামলাচ্ছেন।
এর আগে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, নাসীরুদ্দীন পাটোয়ারী মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এনসিপি বলছে, সেই তথ্যটি বিভ্রান্তিকর.
এনসিপির পক্ষ থেকে সালেহ উদ্দিন সিফাতের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির সাংগঠনিক কার্যক্রমে নাসীরুদ্দীন পাটোয়ারী আগের মতোই সক্রিয় আছেন এবং দলের নেতৃত্বের প্রতি তার পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর