যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বৃহস্পতিবার ভেনেজুয়েলার উপকূলে দুটি B-1 ল্যান্সার বোমারু বিমান পাঠিয়েছে। এই অভিযান চলতি মাসে B-52 বোমারু বিমান ও F-35B স্টেলথ যুদ্ধবিমানের অনুরূপ প্রশিক্ষণের অংশ। পেন্টাগন জানিয়েছে, এটি শুধুমাত্র রুটিন প্রশিক্ষণ এবং তা কোনো তাৎক্ষণিক আক্রমণের ইঙ্গিত নয়।
সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সেনা ক্যারিবিয়ান অঞ্চলে ড্রাগ পাচারের সন্দেহে জাহাজে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে ন্যারকোটেররিজমের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি, একটি সন্দেহভাজন ড্রাগ পরিবহনকারী সাবমেরিনে হামলার পর বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের অভিযানগুলোর মধ্যে প্রথম। হামলায় মৃতের সংখ্যা কমপক্ষে ২৮-এ পৌঁছেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিকে “সর্বোচ্চ প্রস্তুতিতে” আনার ঘোষণা দিয়েছেন। তিনি সৈন্য মোতায়েন ও নাগরিকদের মিলিশিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মাদুরো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে “অযৌক্তিক ও রক্তাক্ত হুমকি” হিসেবে আখ্যায়িত করেছেন এবং আক্রমণ হলে “সশস্ত্র প্রজাতন্ত্র” ঘোষণা করার হুমকি দিয়েছেন।
এদিকে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় গুপ্তচর সংস্থা (CIA) এর মাধ্যমে গোপন অভিযান চালাচ্ছে বলে স্বীকার করেছে। কংগ্রেসের দুইপক্ষই এ ধরনের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি কংগ্রেসের অনুমোদন ছাড়া করা হচ্ছে এবং প্রমাণ অপর্যাপ্ত বলে সমালোচনা করা হচ্ছে।
সূত্র: AP News
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর