বরগুনার তালতলী উপজেলার নদী ও সাগর মোহনা থেকে মা ইলিশ ধরার প্রস্তুতিকালে ৩৫টি জেলে ট্রলার আটক করে জয়ালভাঙ্গা এলাকায় নিয়ে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, রাতভর অভিযান চালিয়ে ৩৫টি ট্রলার আটক করা হয়। তবে ট্রলারগুলোতে কোনো জাল পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, রাতেই তারা নদীতে জাল ফেলেছিলেন। অভিযান শুরু হতেই অনেকেই ফ্লুট কেটে জাল নদীতে ফেলে দেন, যাতে তা উদ্ধার করা না যায়। আবার অনেকে জাল তোলার আগেই আটক হন। পরে আটককৃত ট্রলারগুলো জয়ালভাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সেবক মণ্ডল প্রত্যেক ট্রলারে এক হাজার টাকা করে জরিমানা করেন।
তিনি জানান, নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রলার ওই স্থান ত্যাগ করতে পারবে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর