টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে শামসুল আলম নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে উপ-পরিদর্শক এসআই লিবাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, ওই মাদক ব্যবসায়ী একটি হায়েস গাড়ি নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে তার গতিরোধ করে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য এক লক্ষ চোদ্দো হাজার টাকা।
গ্রেপ্তারকৃত শামসুল আলম (৩৫) কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে এবং ১০নং বড়চওনা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
এদিকে, আজ বিকেলে ইয়াবাসহ আটকের খবর ছড়িয়ে পড়লে উপজেলা শ্রমিকদল দলীয় প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর