রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোড এলাকায় কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ২ ঘন্টা ফায়ার সাভিসের ৭টি ইউনিট ও সেনাবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১২ টা ৫ মিনিটে। আমাদের ৭ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে কারো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এর আগে আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটানায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে, তবে ফায়ার সাভিসের একজন কর্ী অসুস্থ হয়ে পরে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর