নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানি ব্রঙ্কসের একটি মসজিদের সামনে এক আবেগপূর্ণ ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, সম্প্রতি তার প্রতি যে “বর্ণবাদী ও ভিত্তিহীন” আক্রমণ হয়েছে, তার প্রেক্ষাপটে তিনি এবার থেকে তার মুসলিম পরিচয় গর্বের সঙ্গে প্রকাশ করবেন।
মামদানি বলেন, বহু বছর ধরে শহরের মুসলিমরা নানা রূপে অবমূল্যায়ন ও ভীতি‑নিম্নচাপে জীবনযাপন করছেন। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ৯/১১-এর পর তার খালু সাবওয়ে ভ্রমণ করতে ভয় পেয়েছিলেন কারণ ধর্মীয় মাথাপোঁশাকের কারণে অন্যদের দৃষ্টিতে পড়বেন ভেবে। তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে প্রবেশের সময় এক চাচা বলেছিলেন — ধর্ম নিয়ে বাড়িতেই থাকলে ভালো হবে। এই শিক্ষা আমরা অনেক মুসলিম পেয়েছি।”
ভাষণে মামদানি জানান, এখন থেকে তিনি “ছায়ায়” না থেকে “আলোর পথে” চলবেন এবং তার ধর্মীয় পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরবেন। ভাষণটি রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, যেখানে তিনি মুসলিম পরিচয় ও রাজনৈতিক অংশগ্রহণের সংমিশ্রণকে সামনে এনেছেন।
মামদানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো ও তার সমর্থকরা ইসলামবিরোধী আক্রমণ চালিয়েছেন। কুমো এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিউইয়ার্কে ব্যাপকভাবে ইসলামবিদ্বেষ নেই” এবং মামদানিকে “ভিকটিম কার্ড” ব্যবহার করছেন বলে মনে করছেন।
মামদানি নিউইয়র্কে প্রগ্রেসিভ আন্দোলনের অংশ হিসেবে পরিচিত। তার লক্ষ্য জনগণের মধ্যে ধর্মীয় গর্ব ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। এই ভাষণ মুসলিম সম্প্রদায়কে আরও দৃঢ়ভাবে নিজের পরিচয় প্রকাশ করার বার্তা দিয়েছে।
সূত্র: AP News, Washington Post.
সাজু/নিএ
সর্বশেষ খবর