শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো "আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন"। এতে নয়া দিগন্তের আশুলিয়া সংবাদদাতা তুহিন আহামেদকে সভাপতি এবং দিনকালের নজরুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি যু গান্ত রের মেহেদী হাসান মিঠু ও দি এশিয়ান এজের আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ভো রের দর্পণের মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলোকিত বাংলাদেশের শামীম ইকবাল, কোষাধ্যক্ষ দৈনিক কর তোয়ার গোলাম মঞ্জুর মোর্শেদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান সংবাদের মো: শফিউল্লাহ, দপ্তর সম্পাদক দৈনি ক ফুলকির শাহাদাৎ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনি ক ভো রের খবর ও বিডি২৪লাইভ ডটকমের মো: শাকিল শেখ, নির্বাহী সদস্য দৈনিক রুপালী বাংলাদেশের মো: জহিরুল ইসলাম খান লিটন, দি ডে ইলি অবজারভারের আমিনুল ইসলাম এবং কা লের ক ণ্ঠের ওমর ফারুক। কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
এসময় দৈনিক ইন কিলাবের সাভার উপজেলা প্রতিনিধি রাউফুর রহমান পরাগকে আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা করে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী, আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শেফালী মিতু সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ।
কুশল/সাএ
সর্বশেষ খবর