বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সুরক্ষা ও উন্নয়নের জন্য একটি উপযুক্ত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি ছিল বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা” নিয়ে আয়োজিত শিক্ষামূলক উদ্যোগের অংশ।
তারেক রহমান বলেন, “প্রতিটি মানুষের মধ্যেই একটি সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা বের করে আনতে পারলেই রাষ্ট্র উপকৃত হবে। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতার ভিত্তিতে তাদেরকে নির্দিষ্ট ক্ষেত্রে পারদর্শী করে তোলা।”
তিনি আরও বলেন, “যে হাদিসে বা কেরাতে ভালো, তাকে সামনে আনা হবে; যে খেলাধুলায় বা অংকে ভালো, তাকেও এগিয়ে নিতে হবে। এভাবেই গড়ে উঠবে সৃজনশীল ও নিরাপদ রাষ্ট্র।”
বিএনপির ৩১ দফা প্রস্তাবনার বিষয়ে তারেক রহমান জানান, দলের মূল লক্ষ্য হলো নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গঠন। এর অংশ হিসেবেই দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক করতে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে, যারা ইতিমধ্যে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, “রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা তখনই নিশ্চিত হবে, যখন শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে সাজানো হবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর