যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ ‘এমভি নর্স স্ট্রাইড’ শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্মোঙ্গরে (কুতুবদিয়ার মাতারবাড়ি চ্যানেল) এসে পৌঁছেছে।
জাহাজ আগমনের পর খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) এ.এইচ.এম কামরুজ্জামান নেতৃত্বে একটি কর্মকর্তা দল জাহাজে উপস্থিত হন। তারা জাহাজের বিভিন্ন স্তর থেকে গমের নমুনা সংগ্রহ করেন, যা পরবর্তীতে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। নমুনা পরীক্ষার রিপোর্টে গম খাদ্য উপযোগী ঘোষণা করা হলে খালাস প্রক্রিয়া শুরু হবে।
পরিকল্পনা অনুযায়ী, আমদানি করা ১ লাখ ৮৬ হাজার মেট্রিক টন গমের মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হবে ৩৪,১৭০ মেট্রিক টন, এবং মংলা বন্দরে খালাস হবে ২২,৭৮০ মেট্রিক টন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত খালাস কার্যক্রম শুরু হয়নি।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান জানান, যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালান শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নমুনা পরীক্ষার পর দ্রুত খালাস প্রক্রিয়া শুরু করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর