ভোলার চরফ্যাশন উপজেলায় মো. মাকসুদ (৩০), মো. রাকিব (২৭) ও মো. সুজন (২৭) নামের তিনজন পেশাদার চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাকসুদ উপজেলার রসুলপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর ওরফ লালু মিয়ার ছেলে এবং রাকিব একই ওয়ার্ডের এরশাদ হাওলাদারের ছেলে। আর সুজন লালমোহন উপজেলার চরভূতা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। মামলার বাদী মাহফুজুর রহমান দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুলিশ ব্রিফিংয়ে জানায়, মামলার বাদী মাহফুজুর রহমান চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন। গত ১ অক্টোবর তিনি শ্বশুর বাড়ি দক্ষিণ আইচায় যাওয়ায় তার বাসায় চোরেরা প্রবেশ করে ৩টি স্বর্ণের চেইন, ১৭টি স্বর্ণের আংটি, ৪ জোড়া কানের দুল, একটি হাতঘড়ি, বিভিন্ন কসমেটিক সামগ্রী ও একটি সিঙ্গার টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামী মো. ইলিয়াছের বাড়ি থেকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধার করা হয়। এছাড়া, মাকসুদের কাছ থেকে কসমেটিকস, রাকিব ও মাকসুদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং সুজনের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চরফ্যাশন ও আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর