মানিকগঞ্জে বিসিআইসি ও বিএডিসি'র সার ডিলারদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, জেলা প্রাণী সম্পদ কর্মর্কতা ডা. মুজিবুর রহমান, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ড. মমতাজ সুলতানা, ঘিওর উপজেলা নির্বাহী কমর্কর্তা নাশিতা-তুল ইসলাম, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান শামীম প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহ করতে কৃষি বিভাগ বদ্ধ পরিকর। সার নিয়ে যাতে অপপ্রচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কৃত্তিম সংকট সৃষ্টি করে যাতে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে সেটা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিসিআইসি ও বিএডিসি'র সার ডিলারগন এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর