বগুড়ার নন্দীগ্রামে বলরাম কুমার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রামের মৃত বনমালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটারদিকে বলরাম কুমার শয়ন ঘরের তীরের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর তার মা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে প্রতিবেশী লোকজন এসে ঘরের দরজা ভেঙে বলরাম কুমারের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আত্মহত্যার বিষয়ে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর