গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
অন্যদিকে, একই দিনে হামাস ইসরায়েলের এক বন্দির মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ফেরত পাওয়া মরদেহটি গাজায় নিহত এক সেনার, যাকে দীর্ঘদিন ধরে নিখোঁজ তালিকায় রাখা হয়েছিল।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক কারণে ওই বন্দির মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এখনো আরও ১২ জন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত না পাওয়ায় তেল আবিবে উত্তেজনা বাড়ছে।
এদিকে গাজায় মানবিক সহায়তা সংকট অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, খাদ্য, ওষুধ ও জ্বালানির অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সীমান্ত দিয়ে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না পারায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা ও বন্দি ইস্যু যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর