নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন বলেন,নোয়াখালী হাতিয়ার মানুষ পলিটিক্যাল শিকার, রাজনীতিতে যখন যে সিলেক্ট হয় সে এসে ঘাট দখল করে।
আপনারা সামনের দিকে আর দখল হতে দিবেন না। সরকার এ বছর হাতিয়াকে উপকূলীয় নদী বন্দর হিসেবে ঘোষণা করেছে, গেজেটও প্রকাশ হয়েছে। আজ অফিশিয়ালি হাতিয়াকে আবারও নদীবন্দর ঘোষণা করলাম। অন্তর্বর্তী সরকার তো আর ৫ বছর থাকবোনা, এখন শুরু করে দিলাম।পরবর্তী সরকার এসে বাকি কাজ চালিয়ে নেবে।
মঙ্গলবার(২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ-ঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, হাতিয়া দ্বীপের মানুষ যুগ যুগ ধরে ট্রলার,সিট্রাক এবং স্পিডবোটে করে চলাফেরা করে আসছে। ফেরী ও নদীবন্দর তাদের দীর্ঘদিনের দাবি। ডিসেম্বরের মধ্যে আমরা ফেরীর ব্যবস্থা করবো। এবং নদীবন্দরের বিষয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, এতো রাজনৈতিক সরকার গেলো- কিন্তু হাতিয়াকে নদীবন্দর ঘোষণা করতে পারলোনা।
এসময়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, হাতিয়া দ্বীপের সম্মিলিত সামাজিক সংগঠনসমূহের নেতৃবৃন্দরা, শিক্ষক, রাজনৈতিক,সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর