ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহীনুর মল্লিক জীবনকে দলীয় নেতা কর্মীরা "দালাল, দালাল " বলে কিল ঘুষি ও গায়ের কাপর ছিড়ে টেনে হিচড়ে লাঞ্ছিত করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতা কর্মীরা জানায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহিনুর মল্লিক জীবন থানায় দালালী ও আওয়ামী পন্থীদের বিএনপির বিভিন্ন সংগঠনের কমিটিতে পদ দিয়ে কমিটি দিয়েছেন।
নেতাকর্মীরা আরও জানান, সেচ্ছা সেবকলীগের সদস্য আকরাম হোসেনকে জিয়া প্রজন্ম দলের সভাপতি পদ দিয়ে কমিটিতে পদায়নের সুযোগ করে দেন। এছাড়াও সেচ্ছা সেবকলীগের আশরাফুল হোসেনকে রাধাকানাই ইউনিয়ন কৃষকদলের আহবায়ক পদ দিয়ে কমিটি ঘোষনা করেন। বিভিন্ন সময়ে আটক হওয়া আ'লীগের দোসরদের ছাড়াতে থানায় সুপারিশ করেন। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে গ্রুপিং সৃষ্টি করার অভিযোগ তার বিরুদ্ধে। উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শওকত হোসেন বলেন, মঙ্গলবার যুবদলের মিছিল চলাকালে উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক ও যুবদলের আহবায়ক প্রার্থী মুঞ্জুরুল ইসলাম খানের নাম মাইকে কেন বললো এর প্রতিবাদ করেন যুগ্ন আহব্বায়ক জীবন। সেসময় মাইক অপারেটরকে তিনি বলেন, তার নাম প্রচার করার জন্য। এ বিষয়টি নেতা কর্মীরা শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে যুগ্ন আহব্বায়ক জীবনকে দালাল দালাল বলে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করেন।
শাহীনুর মল্লিক জীবন জানান, আগামী দিনে আমি দলের সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যনা পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় দলের ভিতরে থাকা কিছু লোকের এলার্জি শুরু হয়েছে। হয়তোবা তাদের রোষানলের শিকার হয়েছি।
উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক বলেন, দলের নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করেন কি বলবো? আজকের ঘটনায় তেমন কিছু হয়নি, একটু ধাক্কা ধাক্কি হয়েছে। তবে এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, হাতাহাতির ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর