পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বিমান দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন নগরী দিয়ানি থেকে মাসাই মারা অভয়ারণ্যের উদ্দেশ্যে যাচ্ছিলো পর্যটকবাহী একটি ছোট বিমান। মাঝপথে দেশটির দক্ষিণ-পূর্বের কেওয়ালে এলাকায় সেটি বিধ্বস্ত হয়। প্রাণ হারান চালকসহ আরোহীরা। এদের মধ্যে ৮ জন হাঙ্গেরি ও ২ জন জার্মানির নাগরিক।
খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় জরুরি বিভাগের সদস্যরা। জঙ্গলে ঘেরা অঞ্চলটি থেকে বের করে আনা হয় নিহতদের মরদেহ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির সরকার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর