 
          
 
ডাকসু ও জাকসুসহ ছাত্র সংসদগুলোর নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত এক নবীন বরণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের ইতিহাসে শিক্ষার্থী ও ক্যাম্পাসগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। জুলাই ও আগস্ট কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বা আন্দোলন ছিল না; এটি ছিল পুরো প্রজন্মের চিন্তার জাগরণ। সেই জাগরণ হচ্ছে, বিগত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিবাদী আচরণ নতুন করে মানুষ আর দেখতে চান না। এখন মানুষ গঠনমূলক কাজ চায়—আগের মতো কাদা ছোড়াছুড়ি, নোংরামি বা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায় না।
তিনি আরো বলেন, আমার বিশ্বাস, ঠিক একই পরিবর্তন জাতীয় রাজনীতিতেও ঘটবে। সাধারণ মানুষ আর পুরোনো ধাঁচের রাজনীতি পছন্দ করছে না। যারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে গঠনমূলক এজেন্ডা নিয়ে রাজনীতিতে আসবে, তারাই ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে সফল হবে।
এদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে শাখা ছাত্রশিবির। বেলা ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, উপহার ও খাবার দেওয়া হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আব্দুল মান্নান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলীসহ অন্যরা।
কুশল/সাএ
 সর্বশেষ খবর