গত ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে চট্টগ্রাম বিভাগের পরিচালক পদে বিজয়ী হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আসিফ বিদেশে থাকায় এতদিন হোম অব ক্রিকেটে হাজির হতে পারেননি। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মিরপুরের সবুজ গালিচায় প্রথমবারের মতো পদচারণা করলেন তিনি।
মিরপুরে আসার সময় একাধিক ক্ষুদে ভক্তের সঙ্গে ছবি তুলেন আসিফ। পরে হাবিবুল বাশার, সুমনসহ অন্যান্য ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি এবং বিপিএল নিয়ে ঢাকা-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালকরা চট্টগ্রামে ব্যস্ত থাকায় এই সময়ই মিরপুরে হাজির হন আসিফ।
উল্লেখ্য, আসিফ আকবর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। চট্টগ্রাম বিভাগের পরিচালক হওয়ার জন্য লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ায়ায় তার পথ সহজ হয়।
পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর বিয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর।
সাজু/নিএ
সর্বশেষ খবর