বগুড়ার শেরপুর উপজেলায় বিলের মধ্য থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুর ১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমেডাঙ্গা বিলের থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু শিশু আমেডাঙ্গা বিলের পাড়ে জলপাই কুড়াতে আসে। এ সময় বিলের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে তারা 'ভূত ভূত' বলে চিৎকার শুরু করে। শিশুদের চিৎকারে তাদের আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে মরদেহটি ভাসতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি শেরপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিল থেকে মরদেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শেরপুর থানা কর্মকর্তা এস এম মঈনুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি মানসিক ভারসাম্যহীন যুবক। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর