পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দূঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জাহিদ উপজেলার হরিপুর পালপাড়া গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর বাজারে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধরইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন জাহিদ হোসেন। এতে মাথায় ও বুকে আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর