নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদুজ্জামান নান্নু খাঁ মাসুদ শেখ হত্যা মামলার ৩ নম্বর এজহার নামী আসামি। তিনি কালিয়া উপজেলার শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মাসুদ শেখ হত্যার ঘটনায় বুধবার কালিয়া থানায় হত্যা মামলা হয়। মামলার পর রাতে অভিযান চালিয়ে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে মামলার এজহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধায় মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
কুশল/সাএ
সর্বশেষ খবর