 
          
 
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
২৯ ও ৩০ অক্টোবর রাতে ও দিনে সীমান্তবর্তী ঝাউরানী, মোগলহাট ও গংগারহাট এলাকায় বিজিবির তিনটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও মাদক পাচার হতে পারে। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা ফেলে রাখা গরু ও অন্যান্য মালামাল রেখে পালিয়ে যায়। পরে এসব মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ফেন্সিডিল ৫১ বোতল (মূল্য ২০,৪০০ টাকা), ইস্কাফ সিরাপ ২০ বোতল (মূল্য ৮,০০০ টাকা), মোটরসাইকেল ১টি (মূল্য ১,৩০,০০০ টাকা) এবং ভারতীয় গরু ৮টি (মূল্য ৯,৬০,০০০ টাকা)। উদ্ধারকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৮ হাজার ৪শত টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, চোরাচালান প্রতিরোধ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
কুশল/সাএ
 সর্বশেষ খবর