 
          
 
দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি দাম দুই হাজার ৬১৩ টাকা কমে নির্ধারিত হয়েছে দুই লাখ ৯৬ টাকায়। নতুন এই দাম আগামীকাল শুক্রবার থেকে দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সেই কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী:
২১ ক্যারেট: এক ভরি ১,৯০,৯৯৮ টাকা
১৮ ক্যারেট: এক ভরি ১,৬৩,৭১৬ টাকা
সনাতন পদ্ধতি: এক ভরি ১,৩৬,০১৪ টাকা
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে:
২২ ক্যারেট রূপা: এক ভরি ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রূপা: এক ভরি ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রূপা: এক ভরি ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতির রূপা: এক ভরি ২,৬০১ টাকা
সাজু/নিএ
 সর্বশেষ খবর