 
          
 
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এই ঘটনার নয় ঘন্টা পার হলেও এ বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জেলার শিবালয় উপজেলায় সংক্ষিপ্ত এ মিছিল হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে মিছিলের এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে প্রচার করা হয়।
শিবালয় উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম আহবায়ক সাইমুন হাসান স্বাধীন এই মিছিলের নেতৃত্ব দেন। এ সময় মিছিলটিতে মোট তের জন অংশগ্রহণ করেন।
সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার সকাল সাড়ে সাতটায় ঢাকা–আরিচা মহাসড়কে এই ঝটিকা মিছিল করা হয়েছে।
ব্যানারটিতে লেখা ছিল– শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাঁসবে এবং হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ।
শিবালয় উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম জনি স্লোগানে বলেন, 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমরা আছি লাখো ভাই শেখ হাসিনার ভয় নাই। মুজিব তোমার স্মরণে ভয় করিনা মরনে। লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই।'
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে বিকেল পৌনে পাঁচটায় ফোন দিলে তিনি বলেন, 'এ বিষয়ে কিছু জানিনা আপনার মাধ্যমেই শুনলাম।' তিনি আরো বলেন, 'নিষিদ্ধ সংগঠন মিছিল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ডিএসবি সহ-সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেছি তাদের কাছেও মিছিলের কোন তথ্য নেই।'
এ ধরনের তথ্য জানা ছিল না জেলা পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুনের কাছেও।
বিষয়টি উদ্বেগের জানিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন কচি বলেন, বিচ্ছিন্ন এলাকায় এমন ঘটনা ঘটলে নাই জানা থাকতে পারে। আর মহাসড়কের মত একটা জায়গায় দিবালোকে নিষিদ্ধ সংগঠনের মিছিল– এদিকে অবশ্যই পুলিশের নজর রাখার দরকার ছিল। পুলিশ এখন রুটিন ওয়ার্কের বাইরে নাগরিক নিরাপত্তায় যথেষ্ট অসচেতন।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর