ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম ‘জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সততা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করে সমবায়ের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠনের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর