ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক চীনা যুবক। তার গন্তব্য—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যেখানে অপেক্ষা করছিলেন প্রেয়সী সুরমা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, আজ রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।
সুরমা আক্তার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ওয়াং তাও চীনের হোয়ানান প্রদেশের ইচাং চাও-এর ছেলে। গত শুক্রবার রাতে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং পরদিন সুরমার পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়।
দেড় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে (ওয়াল টক অ্যাপের মাধ্যমে) তাদের পরিচয় হয়, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সুরমার মা নুরেনা জানান, “আমার মেয়েকে বিয়ে করতে ওয়াং তাও চীন থেকে এসেছে। প্রয়োজনে ইসলাম ধর্ম গ্রহণ করবে।”
এদিকে চীনা যুবককে দেখতে এলাকার মানুষ ভিড় করছেন সুরমার বাড়িতে। নাসিরনগর থানার ওসি মাকছুদ আহম্মাদ জানান, বিষয়টি নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং যুবকের বৈধ কাগজপত্র যাচাই করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর