বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভাঙ্গনপার বাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ঘের দখল, বাড়ি-ঘরে হামলা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় শুভদিয়া এলাকার সাধারণ গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ভুক্তভোগী পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বলেন, এলাকার মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘদিন ধরে মোঃ কামরুল ইসলাম ওরফে ছোট বুড়ো ও তার সহযোগীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ ওঠে। বক্তারা জানান, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জবরদখল, ঘের দখল এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলেই তাদের ওপর নেমে আসে নির্যাতনের ঝড়। অনেক পরিবার ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এ চক্রের কারণে শুভদিয়া ইউনিয়নের সাধারণ মানুষ আজ দিশেহারা ও আতঙ্কগ্রস্ত। মানববন্ধনে বক্তারা আরও বলেন, “এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না।” এসময় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। মানববন্ধনে শুভদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. আউয়াল, সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম, ভুক্তভোগী শুব্রত চক্রবর্তী, বাবুল মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর