ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে শনিবার (১ নভেম্বর) থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ, বিনিময় ও মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ।
১ নভেম্বর (শনিবার) থেকে ৩০ জুন পর্যন্ত আট মাসব্যাপী এই আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।
জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি চলবে। নিষেধাজ্ঞার সময় ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশের ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় এবং মজুত সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসিন মন্তব্য করেন, ইলিশ আমাদের দেশের জাতীয় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ রক্ষা অত্যন্ত জরুরি। এর জন্য জাটকা নিধন বন্ধে প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ সম্মিলিতভাবে সাগর ও নদীতে কঠোর নজরদারি এবং অভিযান চালাবে। তিনি জানান, নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার ভিজিএফ কার্যক্রম গ্রহণ করেছে।
এর আওতায় জেলার ৪৭ হাজার ৭০০ নিবন্ধিত জেলের মধ্যে ৩৭ হাজার ৯১২ জন জেলেকে চার মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি চাল সহায়তা পাবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর